Monday, April 27, 2015

আজাব গজব থেকে কিভাবে অক্ষত আমরা ??

মৃতের সংখ্যা ৩২০০+ ছাড়িয়ে যাচ্ছে । ভেঙ্গে পরেছে সামগ্রিক অবকাঠামো।
আল্লাহর নাফরমানীতে ব্যাপকভাবে লিপ্ত হলে আল্লাহ তায়ালা আসমানী দুর্যোগ, জমিনি বালা দিয়ে বান্দাদের সতর্ক করেন।
পশ্চিমা আর দাদাদের অনুকরণে আমরাও কম করছি কিসে ? কি করার বাকী আছে গজব না আসার জন্য?
বাংলাদেশের এমন অক্ষত অবস্থা দেখে ভাবনায় পরে গেলাম। কিসের মাধ্যমে আমরা বেঁচে যাচ্ছি বারংবার ?
আল্লাহ তায়ালাই মাথায় দিলেন -আলহামদুলিল্লাহ ! আমাদের দেশের দ্বীনি মাদারিস, আল্লাহর রাস্তায় চলনেওয়ালা বান্দাবান্দী আর আল্লাহ ওয়ালাদের পায়ের ধুলোর বরকতে বার বার গজব থেকে বেঁচে যাচ্ছি আমরা ।
হে আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন।
আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন।

No comments:

Post a Comment